ওমরাহ পালন করতে সন্ধ্যায় দেশ ছাড়ছেন ইমরুল কায়েস

বৃহস্পতিবার শুরু হয়েছে ঢাকাই ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল। 

জাতীয় দলের এক সময়ের নিয়মিত ওপেনার ইমরুল কায়েসকে দলে ভিড়িয়েছে মোহামেডান। বৃহস্পতিবার সাদা-কালো শিবিরে যোগ দিয়েছেন বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন।

শেখ জামাল থেকে বৃহস্পতিবার সকালে সাদা-কালো শিবিরে নাম লিখানোর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইমরুল। ঐতিহ্যবাহী এ দলটির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এবার যাদের নতুন করে দলে ভেড়ানো হচ্ছে তাদের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ৪ মার্চ শনিবার।

৪ মার্চ শনিবার দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ, দুই পেসার কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ আর উইকেট কিপার মুকিদুল ইসলাম অংকন সই করবেন মোহামেডানে।

এদিকে বৃহস্পতিবার ওমরাহ করতে মক্কা যাচ্ছেন ইমরুল। ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে দেখতে প্রেস বক্সে আসেন ইমরুল। তিনি বলেন, আমি এক যুগের বেশি সময় পর মোহামেডানে ফিরলাম। সম্ভবত ২০০৯-২০১০ এর দিকে মোহামেডানে দুই মৌসুম খেলেছি। দীর্ঘদিন পর আবার এ ঐতিহ্যবাহী দলে ফিরতে পেরে ভালো লাগছে। প্রিমিয়ার লিগে সামর্থ্যের সেরাটা উপহার দিতে চাই।

ওমরাহ করতে যাওয়া প্রসঙ্গে ইমরুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইট। তাই সকালেই দলবদল শেষ করলাম। সবাই দোয়া করবেন। 

এনবিএস/ওডে/সি 

news