রাশিয়া ও বেলারুশ টেনিস খেলোয়াড়দের উপর থেকে  নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে উইম্বলডন

ব্রিটিশ টেনিসের সর্বোচ্চ সংস্থা উইম্বলডন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর ব্রিটিশ সরকারের চাপের মুখে পড়ে সব ধরনের টুর্নামেন্টে রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যপারে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেনের লন টেনিস অ্যাসোসিয়েশন। ফলে, নিষেধাজ্ঞা জারি হয়ে যায় উইম্বলডনেও।

রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের জন্য অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে। তবে একইসঙ্গে তারা আরও জানিয়েছে টুর্নামেন্ট চলাকালীন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের সিদ্ধান্তকে এগিয়ে নেওয়া বা মহিমান্বিত করবে না এই মর্মে খেলোয়াড়দের প্রতিশ্রুতির ঘোষণাতে স্বাক্ষর করতে হতে পারে। এ ব্যপারে ব্রিটিশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এইএলটিসি।

এনবিএস/ওডে/সি

news