আইপিএলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে ধনী টি-ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। পরিকল্পনাটি সফল হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাপিয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

অবশ্য সৌদি আরব সরকার আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির সাথে এ নিয়ে কথা বলেছে। ভারত সরকারও এ ব্যাপারে আপত্তি নেই বলে জানিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে চিরতরে ক্রিকেটের ছবিটাকে পরিবর্তন করে দিতে পারে।

সৌদি আরবের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের মাধ্যমে তারা খেলাধুলার পদচিহ্ন এবং এলআইভি গলফে করা বিনিয়োগে সন্তুষ্ট নয়, উপসাগরীয় রাষ্ট্রটি বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি টুর্নামেন্ট করাতে চাইছে এবং এটাই তাদের পরবর্তী প্রকল্প। অর্থাৎ ক্রিকেটেই তারা নজর দিচ্ছেন। বর্তমানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া নির্ধারিত নিয়ম অনুসারে, ভারতীয় খেলোয়াড়দের বিদেশী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি আরব সরকারের প্রতিনিধিদের একটি প্রস্তাবের ফলে সেই নিয়ম শিথিল হতে পারে।

দ্য এজ-এর একটি প্রতিবেদন অনুসারে, পরিকল্পনার পিছনে আলোচনা এক বছর আগে শুরু হয়েছিল। কারণ যেকোনো প্রস্তাবিত লিগকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত এবং সদস্য দেশগুলোর অনুমোদিত হতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের ইতিমধ্যেই নিজস্ব সংক্ষিপ্ত-ফর্মের প্রতিযোগিতা রয়েছে যেখানে গত বছর আইএল টি-টোয়েন্টি আসর চালু হয়েছে। দেশের দুর্বল ঘরোয়া ব্যবস্থার কারণে বেশ কিছু বিদেশী খেলোয়াড় রয়েছে। বর্তমানে ভারত সবথেকে ধনী ক্রিকেট লিগ আয়োজন করে থাকে, এখন যদি সৌদি আরব এমনটা করে তাহলে ক্রিকেট কোন দিকে যায় সেটাই দেখার।

এনবিএস/ওডে/সি

news