বেতন না দেওয়ায় চাকরি ছাড়লেন পাকিস্তান হকি দলের কোচ

পাকিস্তান পুরুষ হকি দলের দায়িত্ব ছেড়েছেন কোচ সেইগফ্রেড আইকমান। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেতন না পাওয়ার কারণে পদত্যাগ করেছেন এ কোচ। টানা ১২ মাস ধরে বেতন পাচ্ছিলেন না তিনি। বেতন না পাওয়ায় আগে থেকেই নারাজ ছিলেন আইকমান। বেতনের বিষয়ে পাকিস্তান স্পোর্টস বোর্ডের মহাপরিচালক থেকে শুরু করে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যোগাযোগ করেছিলেন তিনি। এতেও অবশ্য কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে শেষমেশ বিদায় বলেছেন ডাচ এ কোচ।

মাইকমান বলেন, আমাকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পূরণ করা হয়নি। আমি যে কথা দিয়েছিলাম, তা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু এখন সময় সামনে তাকানোর।

দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হকি কোচের বেতন পাকিস্তান স্পোর্টস বোর্ড থেকেই আসে। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বেতন আটকে ছিল। তবে হকি ফেডারেশনের কর্তাদের দাবি, পিএসবিকে কোচের বেতনের ব্যাপারে অনেকবার জানানো হলেও তারা এ বিষয়ে কর্ণপাত করেনি।
সেইগফ্রেড আইকমানের অধীনে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক খেলেছিল জাপান। এর আগে, ২০১৮ সালে তারই অধীনে এশিয়ান গেমস জিতেছিল জাপান।

এনবিএস/ওডে/সি

news