হ্যাকারদের কবলে ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট, রোনালদোকে গালি দিয়ে পোস্ট

ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের ২৫ নভেম্বর। তাই ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে দেখা হয়নি এই তরকা ফুটবলারের। মৃত্যুর দুই বছর হলেও এখনো খবরের শিরোনাম তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন জানিয়েছে, ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।

আর্জেন্টিনার স্থানীয় সময় গত রাত ১২টার কিছুক্ষণ পর সংবাদটি প্রকাশ করে টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে আছে। এ সময়ে সেখান থেকে কয়েকটি পোস্টও করা হয়। ম্যারাডোনার ভক্ত ও অনুসারীরা বিষয়টি টের পাওয়ার পরই ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে অনুসারীসংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে করা প্রথম পোস্টটি ছিল, তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।

আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তির ছেলেরা ইনস্টাগ্রামে করা পোস্টে হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে বলেছেন, আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, ডিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।

লা নাসিওন জানিয়েছে, দুষ্কৃতকারী হ্যাক করে প্রথম পোস্টটি করেন আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সাতটার দিকে। সেখানে ম্যারাডোনার এক অনুসারী সরস মন্তব্য করেন, ‘তাকে তো ভিনগ্রহের প্রাণীরা অপহরণ করে নিয়ে গেছে। দুষ্কৃতকারী ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে এই মন্তব্যের জবাবে লিখেছেন, ফালতু কথা বোলো না।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে বিশ্বাস করেন এ কথা জানিয়েও পোস্ট করা হয়। এ ছাড়া লিওনেল মেসির প্রশংসা ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেও পোস্ট করা হয়। সেখানে মেসিকে ‘দীর্ঘজীবী হও’ বলার পাশাপাশি রোনালদোকে অশ্রাব্য গালিও দেওয়া হয়। লা নাসিওন জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্টকে বিশ্বাস করা এবং রোনালদোকে দেওয়া গালিটা দেখে ধারণা করা হচ্ছে, হ্যাকার জাতিতে মেক্সিকান।
ম্যারাডোনার অ্যাকাউন্টের দখল নেওয়ার পর হ্যাকার মজা করেও পোস্ট করেছেন, স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি। জাপানের অ্যানিমেশন সিনেমা নিয়েও পোস্ট করা হয়। তবে অ্যাকাউন্টটি কীভাবে হ্যাকিংয়ের শিকার হলো এবং কে বা কারা করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি দেখা যায়নি।

এনবিএস/ওডে/সি

news