লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে উড়াল দিলেন শরিফুল

 প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে জাতীয় দলের তরুণ এই পেসারকে। শনিবার (২৯ জুলাই) উড়াল দিয়েছেন লঙ্কার উদ্দেশ্যে।

বিমান বন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি খেলতে যাওয়া শরিফুল বলেন, সবার জন্যই, প্রথমবার যে কোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কি, একটু হলেও রোমাঞ্চিত আছি। 

কদিন পরেই শ্রীলঙ্কা-পাকিস্তানে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। ক্যান্ডিতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এলপিএলে খেলার অভিজ্ঞতা এই এশিয়া কাপে কাজে লাগাতে চান এই পেসার। 

হ্যাঁ অবশ্যই (এলপিএলে খেলা এশিয়া কাপে)  সাহায্য করবে। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে’-বলছিলেন শরিফুল।

শরিফুলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করে প্রথমে। দুই পক্ষের চাওয়া মিলে যাওয়াতে শরিফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র নিয়ে নেন। এর আগে তার আরেক সতীর্থ তাওহীদ হৃদয় শ্রীলঙ্কায় যান। হৃদয় খেলবেন জাফনা কিংসের হয়ে।

এলপিএলে নিজের সেরাটা দিতে মরিয়া শরিফুল বলে, ‘যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news