দলে ফেরার সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ: সুনিল নারাইন 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সুনীল নারিনকে ফেরানোর ব্যাপারে চেষ্টা করছিলেন ওয়েস্ট ইন্ডিজ সতীর্থরা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকাতেই এত আলোচনা। কিন্তু ৩৫ বছর বয়সী সব সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন তিনি। সুনিল নারাইন জানিয়েছেন, দলে পুনরায় ফেরার কোনও সম্ভাবনা নেই তার।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। চলমান আইপিএলে দুর্দান্ত খেলছেন তিনি। লোয়ার অর্ডার ব্যাটসম্যান থেকে কলকাতার হয়ে মারকুটে ওপেনার হিসেবে নিজেকে মেলে ধরেছেন সুনিল।

তাতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তার প্রভাব টের পাওয়া যাচ্ছে। যে কারণে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) তালিকায় সবার ওপরে অবস্থান করছেন তিনি। বিশেষ করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির করার পর জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা আরো তীব্র হয়। বিধ্বংসী ব্যাটিংয়ে ওই ম্যাচে ৫৬ বলে ১০৯ রান করেছেন তিনি। অফ স্পিনে হাত ঘুরিয়ে ২২.১১ গড়ে নিয়েছেন ৯ উইকেট।

ওই ব্যাটিংয়ের পরেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল স্বীকার করেন, গত ১২ মাস ধরে ওর কানে গুন গুন করে যাচ্ছি, যেন ফেরার বিষয়টা বিবেচনা করে। কিন্তু সেতো কারও কথা শুনছে না।

অনেকে ভেবেছিলেন ২০০৭ সালের পর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় হয়তো সুনীল নারিনকে টলানো যাবে। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে অবসর নেওয়া এই ক্যারিবিয়ান এক বিবৃতিতে বলেছেন, সত্যিই এটা ভেবে ভীষণ আনন্দিত ও গর্ব হচ্ছে। আমার পারফরম্যান্স দেখে অনেকে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বলছেন। কিন্তু নিজের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করে ফেলেছি। আর হতাশ হতে চাই না। সেই সম্ভাবনার দরজা এখন পুরোপুরি বন্ধ। তবে জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা মাঠে নামবে তাদের নিশ্চিত সমর্থন করবো আমি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news