ক্রিস গেইলকে ভয় পান উসাইন বোল্ট
পাঁচবার দ্রুততম মানব ও অলিম্পিকে আটবারের সোনাজয়ের রেকর্ড গড়েন উসাইন বোল্ট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত করা হয় বোল্টকে। তবে তিনি নাকি ভয়ে আরেকজনের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামতে চাইছেন না। এমন দাবি ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইলের।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বোল্টকে ১০০ মিটারের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানান গেইল। গেইল বলেন, উসাইন বোল্ট আমাকে একটা চ্যারিটি ম্যাচে আউট করেছিল। আমিই তাকে ম্যাচে আমন্ত্রণ জানিয়েছিলাম। সে ভালো একটা বাউন্সার করেছিল। মিথ্যা বলব না, আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর মনে হলো, এটা তো সিরিয়াস ম্যাচ নয়। তারপর তাকে মারতে শুরু করলাম। একটা বা দুইটা ছয়ও মেরেছিলাম, সঙ্গে কয়েকটি চার। শেষ পর্যন্ত ইনসাইড-এজে বোল্ড হলাম।
এরপরই বোল্ট বলে উঠেন কথা, এখনো এটা ইউটিউবে আছে, চাইলেও সে তা অস্বীকার করতে পারবে না। এর উত্তরে বিশ্বের দ্রুততম মানবকে গেইল বলেন, আমি তো তা-ই বললাম। তুমি আউট করেছো আমাকে। আমি এবার ট্র্যাকে তোমার সঙ্গে দৌড়াতে চাই। কিন্তু আজ পর্যন্ত আমাকে ১০০ মিটারের ট্র্যাকে সে দেখতে চায় না। এখনো আমাকে ভয় পায়। সহজেই তাকে হারাতে পারব।
গেইলের কথা শুনে অট্টহাসিতে বোল্ট বলেন, আমরা সবাই জানি, ক্রিস গেইল দৌড়াতে পারে না। আমরা দেখেছি গেইল দ্রুত সিঙ্গেল বা এমন রান নেয় না। আমরা তাকে নিয়ে চিন্তিত নই। এ সময় দৌড়ে রান না নেওয়ার বিষয়টিকে মিথ্যা বলে গেইল জানান, এটা অনেক বড় মিথ্যা। আমি এক রান নিয়েছি, দুই, তিন-যেটিই বলুন না কেন। এমনকি মাঝে মাঝে দৌড়ে চার রানও নিয়েছি।
এ সুযোগে বোল্টকে আবারও চ্যালেঞ্জ জানান গেইল, উসাইন স্পাইক (দৌড়ানোর বিশেষ জুতা) প্রস্তুত করো। অন্য কোনো অ্যাথলেটকেও ডাকতে পারো। ইয়োহান ব্লেক, আসাফা পাওয়েল। যে কাউকে তো এগিয়ে আসতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি