যুদ্ধের মাঝেও ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে ফিলিস্তিনবাসী

 ইসরায়েলের বিমান হামলায় বিধস্ত ফিলিস্তিনবাসী। ইসরায়েলের হামলায় কোনো ফিলিস্তিনি প্রাণ হারায়নি এ সময়ে এমন কোনো দিন খুঁজে পাওয়া কঠিন। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত তারা লড়াই করছে। ক্ষুধা নিবারণের জন্য যেমন তাদের লড়তে হচ্ছে, তেমনি আশ্রয়ের জন্য। এমন সময় ফুটবলের সাফল্য ফিলিস্তিনিদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে নিশ্চিত করেছে তারা।

ফিলিস্তিনির নাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ফুটবল খেলাকে ব্যবহার করতে চান দলটির খেলোয়াড় মোহাম্মদ রাশিদ। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনির নাম ছড়িয়ে দিতে খেলাধূলা আমাদের সামনে একটা সুযোগ করে দিয়েছে। আর সে ক্ষেত্রে বিশ্বকাপ সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।'

বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে খেলছে ফিলিস্তিন। বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলা নিশ্চিত করেছে দেশটি। বিশ্বকাপ বাছাই পর্বে এটাই ফিলিস্তিনিদের সর্বোচ্চ সাফল্য। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নেবে। এশিয়া অঞ্চল থেকে আটটি দলের অংশ নেওয়ার সুযোগ থাকায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ দেখছে বিশ্ব ফুটবলের র্যাংকিংয়ের ৯৩তম স্থানে থাকা দেশটি। তবে এশিয়া অঞ্চলের র্যাংকিংয়ে দেশটির অবস্থান পনেরতম।


বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা সম্পর্কে রাশিদ বলেন, অবশ্যই। বিশ্বকাপে খেলা আমাদের স্বপ্ন। চূড়ান্ত পর্বে খেলা অবশ্যই সম্ভব। তবে সেখানে পৌঁছাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে।'

যুদ্ধের কারণে রাশিদরা ২০১৯ সাল থেকে নিজেদের মাটিতে কোনো খেলা খেলতে পারে না। হোম ম্যাচগুলো তারা সাধারণত কুয়েত এবং কাতারে খেলে থাকে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news