গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যুব টাইগাররা। তাদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিটি ক্রিকেটার ও কোচিং স্টাফকে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অবশেষে সেই পুরস্কারের অর্থ হাতে পেলেন তারা।
প্রায় তিন মাস পর বিসিবি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যুব দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের হাতে নগদ চেক তুলে দিচ্ছে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, প্রতিশ্রুত অর্থ প্রদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং শিগগিরই সকল সদস্যের হাতে পৌঁছে যাবে।
সেই ঐতিহাসিক ফাইনালে ব্যাট হাতে ১৯৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন, শিহাব জেমস ৪০ ও ফরিদ হাসান ৩৯ রানের কার্যকরী ইনিংস উপহার দেন। তবে আসল শো স্টপার ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ দেব, যাদের বিধ্বংসী বোলিং তোপে ভারত ১৩৯ রানেই গুটিয়ে যায়। ৫৯ রানের দারুণ জয় এনে দিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে বাংলাদেশ।
এ ধরনের সাফল্য ভবিষ্যতের জন্য যুব ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিসিবির দেওয়া এই পুরস্কার শুধু আর্থিক প্রাপ্তি নয়, বরং তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতিও বটে।


