ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আবারও তাদের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ইতালির কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে। তবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে এখনই রাজি নন এই অভিজ্ঞ কোচ।

ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির এজেন্টের সঙ্গে আলোচনা করেছে সিবিএফ। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্তত জুলাইয়ের আগে রিয়াল মাদ্রিদ ছাড়বেন না। আনুষ্ঠানিক কোনো আলোচনা হলে সেটি জুলাইয়ের পরেই হবে।

এদিকে, জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ অংশ নেবে, যেখানে ডাগআউটে আনচেলত্তিই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত, তবে মৌসুম শেষে ক্লাবের পারফরম্যান্স আশানুরূপ না হলে তাকে ছাঁটাইও করা হতে পারে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদও নতুন কোচ খুঁজছে। বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো তাদের প্রধান পছন্দ। তবে আলোনসো যদি লেভারকুসেনেই থেকে যান এবং রিয়াল মাদ্রিদ লা লিগা বা চ্যাম্পিয়নস লিগ জিতে নেয়, তাহলে আনচেলত্তির মেয়াদ বাড়ার সম্ভাবনাই বেশি।

ব্রাজিলের বর্তমান কোচ দোরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। ব্রাজিলের সামনে জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও তার আগেই নতুন কোচ চায় সিবিএফ।

অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়টিও ভাবা হচ্ছে, তবে আনচেলত্তির বিকল্প হিসেবে ফিলিপে লুইজ ও হোর্হে জেসুসের নাম থাকলেও তারাও জুলাইয়ের আগে ফ্রি নন। ফলে ব্রাজিলের কোচ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না!

news