স্পোর্টস ডেস্ক: খেলার শুরু দেখে মোটেও মনে হয়নি যে বার্সেলোনা এদিন এত সহজে জিততে পারবে। কিন্তু খেলায় পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে ঘুরে দাঁড়াল কাতালান জায়ান্টরা। দাপুটে পারফরম্যান্সে আতলেতিকো মাদ্রিদকে পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা।
বার্সার আক্রমণ, আতলেতিকোর গোল: মঙ্গলবার রাতে ক্যাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। যদিও খেলার ধারার বিপরীতে গিয়েই প্রথমার্ধে আলেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়েছিল তারা।
তিন তারকা, তিন গোল: পিছিয়ে পড়ার পর দারুণ নৈপুণ্যে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ মিডফিল্ডার দানি ওলমো। আর ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন বদলি নামা ফেররান তরেস। তবে অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি পেনাল্টিতে ব্যর্থ না হলে গোলের ব্যবধান আরও বাড়তে পারত।
পয়েন্ট টেবিলের চিত্র: এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, যদিও জাভি আলোনসোর দলটি একটি ম্যাচ কম খেলেছে। বার্সেলোনার সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আতলেতিকো ৩১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। দিয়েগো সিমেওনের দলের টানা ছয় জয়ের পর এই হার এক তেতো অভিজ্ঞতা দিল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারিয়াল।
ম্যাচে আধিপত্য: পুরো ম্যাচে বার্সেলোনা দাপুটে ফুটবল খেলেছে। তারা ৫৮ শতাংশ বল পজেশন ধরে রেখেছিল এবং গোলের জন্য মোট ১৯টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আতলেতিকোর ৭ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল।
