আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস তাদের দল তৈরিতে জুড়ে নিচ্ছে বিশ্বের নামীদামি লিগে খেলা তারকাদের। আগামী ২৬ ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার আগেই দলবদলের বাজারে চমক দেখিয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে জনসন চার্লস, কুশল মেন্ডিস ও সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে নেওয়ার পর, এবার আফগানিস্তানের তারকা চায়নাম্যান স্পিনার জহির খানকে তাদের স্কোয়াডে যুক্ত করেছে নোয়াখালী।

বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের জাদুর ছটা ছড়ানো ২৬ বছর বয়সী এই স্পিনার আগে আইপিএলে রাজস্থান রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, সিপিএলে মেলবোর্ন স্টার্স, আইএলটি২০-তে এমআই ইমিরেটস এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছেন। এর আগে বিপিএলেও দুইটি ভিন্ন দলের হয়ে অভিজ্ঞতা রয়েছে তার।

জহিরকে দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছে, "আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০ – সব অভিজ্ঞতা নিয়ে 'দ্য ম্যাজিকম্যান' জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।"

জহির খান এ পর্যন্ত তার ক্যারিয়ারে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ১৪২টি উইকেট। একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও আছে তার। তার সেরা বোলিং ফিগার ৫/১৯। বিপিএলে এর আগে খেলা চারটি ম্যাচে তিনি পেয়েছেন দুইটি উইকেট।

জহিরের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন স্পিনারকে স্কোয়াডে যুক্ত করে প্রথম আসরেই বেশ শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে নোয়াখালী এক্সপ্রেস। এই সংবাদে ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি এবং জহির খান।

 

news