২০ কোটি টাকার বাজেটে দেশব্যাপী স্কুল-মাদ্রাসায় অ্যাথলেটিক্স শুরু হচ্ছে

 বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন দেশব্যাপী স্কুল ও মাদ্রাসায় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূত্র শেখ কামালের নামে দেশব্যাপী আন্তঃস্কুল ও মাদ্রাসার এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে। এ জন্য ফেডারেশন প্রায় ২০ কোটি টাকার বাজেট তৈরি করেছে। ইতোমধ্যে এর প্রায় অর্ধেক টাকা স্পন্সর হিসেবে পেয়েছে। আগামী ১২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে ফেডারেশন।

স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতায় ৫ম-৮ম শ্রেণীকে এক গ্রুপ এবং নবম-দশম শ্রেণীকে অন্য আরেক গ্রুপে ভাগ করা হয়েছে। আসরে স্প্রিন্টের সকল ইভেন্টের সঙ্গে লং-হাই জাম্প, গোলক নিক্ষেপ, জ্যাভলিনে সারা দেশ থেকে অর্ধ কোটির মতো শিক্ষার্থী অংশ নেবে বলে প্রত্যাশা অ্যাথলেটিক্স ফেডারেশনের।

মূলত প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়াকে ফেডারেশনের সভাপতি করার পরই দেশ ব্যাপী তৃণমূলে এত বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অধীনে এখন চলছে শেখ কামাল যুব বাংলাদেশ গেমস। সেই গেমসের মধ্যেই অ্যাথলেটিক্স ফেডারেশনও শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা প্রতিযোগিতা পরিচালনা করবে।
 .উল্লেখ্য, আগামী ১৪-২৮ জানুয়ারি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে, ১-৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ও ৯-১৩ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স আয়োজিত হবে। স্থানীয় ক্রীড়া সংস্থা এই আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।

এনবিএস/ওডে/সি

news