তাসকিনের উন্নতি, সাকিব-মুস্তাফিজের পতন

বোলারদের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। তবে অবনতি হয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের। এ দিকে জোড়া শতকে ব্যাটার তালিকার সেরা পাঁচে উঠে এসেছেন বিরাট কোহলি। আর দশ ধাপ এগিয়েছেন শুভমান গিল।

বোলার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। কিন্তু একধাপ নেমে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের অবস্থান সাত নম্বরে। বাঁহাতি এই বোলারের রেটিং ৬৫২। ৬৩৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের আগের অবস্থান ছিল ৯।

একধাপ পতন হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। ৬৩১ পয়েন্ট নিয়ে ১৩ থেকে ১৪ নম্বরে নেমে গেছেন ডানহাতি এই অফস্পিনার। সতীর্থদের পতন হলেও উন্নতি হয়েছে ফাস্ট বোলার তাসকিন আহমেদের। ৪৯ থেকে ৪৮ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই বোলার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৭৬।

এবারের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছেন ভারতীয়রা। দশ ধাপ এগিয়ে ১৩ থেকে ৩ নম্বরে জায়গা করে নিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। বোলিংয়ের মতো ব্যাটিংয়ে একধাপ নেমে গেছেন সাকিব আল হাসান। ৫৯৭ রেটিং নিয়ে বর্তমানে ৩৪তম স্থানে আছেন তিনি।

এদিকে ব্যাটারের র‌্যাঙ্কিংয়েও এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে শতকে চার ধাপ এগিয়ে ৮ থেকে ৪ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। এদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন শুভমান গিল। ১০ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই ওপেনার।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তামিম ইকবাল। ৬৫৫ রেটিং নিয়ে আগের ১৬তম স্থান ধরে রেখেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের মতো নিজের আগের অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ৬৩৫ রেটিংয়ে এই উইকেটকিপার ব্যাটারের আছেন ২২ নম্বরে। এ ছাড়া লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের একধাপ করে পতন হয়েছে।

এনবিএস/ওডে/সি

news