টেনিসে অবসরের পর ক্রিকেট মাঠে সানিয়া মির্জা

ভারতীয় মেয়েদের জন্য অনুপ্রেরণার অপর নাম সানিয়া মির্জা। ভারতীয় এ টেনিস কিংবদন্তি মাঠ মাতিয়েছেন বিশ্বের বড় বড় সব খেলোয়াড়ের সঙ্গে। বিশ্বের নাম করা আসর গুলোতে ভারতকে উপরে তুলেছে মাঠের পারফরমেন্স দিয়ে।

তবে চলতি মাসেই অবসরে ঘোষনা করেন এই টেনিস তারকা। এরই মধ্যে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও। নিজে টেনিস তারকা হলেও বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিককে। অবসরের পর থেমে যাননি সানিয়া এবার অবসরের পরবর্তী ক্যারিয়ার হিসেবে বেছে নিলেন ক্রিকেটকে। আসন্ন নারী আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দায়িত্ব পালন করবেন টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। ভারতের তারকা এই টেনিস তারকা মূলত দলটির মেন্টরের দায়িত্ব সামলাবেন।  ঢাকা পোস্ট

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩ কোটি ৪০ লাখ রুপিতে তারা দলে নিয়েছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে। এরপর একে একে রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়েছে আরসিবি। প্রথম আসরে শিরোপা জিততে অবদান রাখতে চায় সানিয়া। আইপিএলে এখনও পর্যন্ত ট্রফি ঢোকেনি দক্ষিণের ফ্র্যাঞ্চাইজিটির ঘরে।

এনবিএস/ওডে/সি

news