১০ লাখ ডলার অনুদান দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের পাশে ফিফা  

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা ও দেশ থেকে সাহায্য পাঠানো হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পর তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছে ফিফা। মানবিক সহায়তা প্রদানের জন্য ফিফা ফাউন্ডেশনে ১০ লাখ ডলার বরাদ্দ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গত ৬ ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

শুক্রবার ফিফা ঘোষণা দেন, তারা তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ও সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএফএ) পাশাপাশি ‘আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর’ সঙ্গে পরামর্শ করেছে। টিএফএফ ও এসএফএর সঙ্গে ফিফা সহযোগিতা অব্যাহত রাখবে, এছাড়া পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

গত শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।

এনবিএস/ওডে/সি

news