ভারতের গ্যাংস্টার ছবিতে হিরোর রোলের অফার পেয়েছিলেন, দাবি শোয়েব আখতারের

২০০৫ সালে মুক্তি পাওয়া গ্যাংস্টার ছবির মুখ্য চরিত্রের জন্য নাকি পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনই অদ্ভূত দাবি করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস ক্যাত শোয়েব। এই ছবিতে পুরুষদের মুখ্য চরিত্রে ছিলেন ইমরান হাসমি এবং শাইনি আহুজা। কোন চরিত্রের কথা এ ক্ষেত্রে শোয়েব বলেছেন, সেটা পরিষ্কার নয়। এই ছবিতে মেয়েদের মুখ্য ভূমিকায় ছিল কঙ্গনা রানাউত। অন্য ধারার গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছিলো এবং ছবিটি বেশ আলোড়নও ফেলেছিলো।

এখনও বিশ্বের দ্রুততম বোলারের রেকর্ড রয়েছে শোয়েব আখতারের ঝুলিতে। তিনি সোজাসাপ্টা কথা যেমন বলেন, তেমনই তার বহু মন্তব্য নিয়ে অনেক সময়েই তীব্র বিতর্কেরও সৃষ্টি হয়। অনেক সময়েই আবার তিনি হাসির খোরাক হন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়েবের একটি দাবি, যেখানে তিনি বলেছেন, বলিউডের মহেশ ভাটের প্রযোজনায় এবং অনুরাগ বসুর পরিচালনায় গ্যাংস্টার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। ২০০৫ সালে মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা ফিল্ম গ্যাংস্টারের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, শোয়েব আখতারের সঙ্গে যোগাযোগ করেছিলেন মহেশ ভাট। এই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী শোয়েব বলেছেন, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম গ্যাংস্টারে প্রধান চরিত্রের জন্য চলচ্চিত্রের পরিচালক মহেশ ভাট আমাকে যোগাযোগ করেছিলেন।

গত বছর, শোয়েব তার বায়োপিকের শিরোনাম প্রকাশ করেছিলেন। নাম ছিল ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস রেসিং এগেইনস্ট দ্য ওডস। কিন্তু পরবর্তীতে প্রযোজনা দলের সঙ্গে বিবাদের জেরে তিনি সেই বায়োপিক থেকে নিজেকে সরিয়ে নেন। তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। এর মাঝেই শোয়েবের নতুন দাবি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে।

এনবিএস/ওডে/সি

news