সবাইকে নিয়ে আমি ভালো কিছু করতে চাই: কোচ হাথুরুসিংহে

পাঁচ বছর পর আবারও প্রধান কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে গত সোমবার রাতে ঢাকা এসেছেন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার তিনি সংবাদ সম্মেলনে আসেন। দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হওয়ায় প্রস্তাব গ্রহণের কারণ জানতে চাওয়া হলে হাথুরুসিংহে বলেন, প্রথমবার বিদায়ের পর আমি সব সময় বাংলাদেশের ক্রিকেটের খবর রাখতাম। আমার আশা ছিল বাংলাদেশে ফেরার। স্বপ্ন দেখতাম বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কাজ করার। দ্বিতীয়বার যখন এই চাকরি নেওয়ার ব্যাপারে ভেবেছি, বড় পরিসরে ভেবে এসেছি।

আগেরবার যখন বাংলাদেশে এসেছিলাম, অনেকের সঙ্গে নিজেকেও আন্তর্জাতিক পর্যায়ে পাফরমেন্স দেখাতে হতো। তখন বুঝতাম না যে আমি কোথায় এসে পড়েছি। এবার আমি জানি বাংলাদেশের ক্রিকেট কীভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও অনেক জানি। এখন অনেক বেশি অভিজ্ঞও। ডেভিড মুর এসেছে, সে আমাকে সাহায্য করবে। পরের প্রজন্মকে সামনে আনতে বোর্ডের সঙ্গে কাজ করবো। আমার মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে ম্যাচ জেতানো।

আগেরবার হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল সিনিয়রদের সঙ্গে  মতের অমিল এছাড়াও সাকিবের বিভিন্ন নিবেদন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, সেই সাকিবই এখন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক।

সাকিবকে কীভাবে সামলাবেন এমন প্রশ্ন শুনে অবাক হয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, এটা আমার কাছে একেবারেই নতুন খবর। সাকিবের নিবেদন নিয়ে কখনোই প্রশ্ন ছিলনা। সিনিয়রদের উদ্দেশ্যে বলেন, আগেরবারও তাদের সঙ্গে কোনো সমস্যা ছিল না। এবারও হবে না, আমি সবার সঙ্গেই কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। সবাইকে নিয়ে ভালো কিছু করতে চাই।

ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন এই হেড কোচ। তিনি বলেন, ঘরের মাঠের সুবিধা বলতে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কি ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কি করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কি করছে?

হাথুরু আরো বলেন, দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি ক্ষেপণাস্ত্র না থাকে তাহলে আপনি কীভাবে লড়াই করবেন? আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দিন, আমরা ছোট ছোট অস্ত্র দিয়ে লড়বো।

এনবিএস/ওডে/সি

news