সহকারী কোচ পদে আবেদন করেননি রাজিন-সালেহরা

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের হেড কোচের দ্বায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর বিসিবির সঙ্গে চূড়ান্ত চুক্তি সারেন বৃহস্পতিবার। তবে নতুন আলোচনা যোগ হয়েছে কোচিং প্যানেলে হাথুরুসিংহের সহকারী পদে যোগ দিচ্ছেন কে?

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমরা সহকারী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি বিদেশিরা ছাড়াও দেশি যারা আগ্রহী, সবাই আবেদন করবেন। আমরা এটাই চাই। এই পজিশনে হলে তো হলোই। না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দেবো।

নিয়োগের তিন দিন পার হয়ে গেলেও এখনো আবেদন করেননি দেশের সহকারী কোচের জন্য আলোচনায় থাকা ব্যক্তিরা। সদ্য সমাপ্ত বিপিএলের রানার আপ দল সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ ছিলেন রাজিন সালেহ। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে যাওয়া দল রংপুর রাইডার্সের প্রধান কোচ সোহেল ইসলাম এবং সহকারী কোচ ছিলেন আফতাব আহমেদ। এই তিন ব্যক্তির কেউই করেননি এই পদের জন্য আবেদন।

রাজিন সালেহ বলছিলেন, আমাকে যদি প্রয়োজন হয় আমি কেন আবেদন করব। এর আগে ফিল্ডিং কোচ হিসেবে প্রয়োজন মনে করেছিল তখন নিয়েছিল। সে সময় আবেদন করা লাগেনি। আমি মনে করিনা যে আবেদন করব। আমাকে যদি দেশের জন্য প্রয়োজন মনে করে আমি যাব, সমস্যা নাই।

সোহেল ইসলাম বলেছেন, না আমি এখনো আবেদন করিনি। এখানে আসলে জাতীয় দলের সঙ্গে লম্বা ট্যুরের ব্যাপার থাকে। তো আবেদন করার আগে অবশ্য পরিবারের সঙ্গে কথা বলতে হবে, তারপর আর কি!

অন্যদিকে আফতাব আহমেদকে তালিকায় রাখা হলেও সামনে মাসে আমেরিকাতে হেড কোচের দায়িত্বে নিয়ে দেশ ছাড়বেন তিনি।

বিসিবির আশা থাকলেও এখনো পর্যন্ত দেশি কোচদের কেউ হাথুরুর সাথে কাজ করতে আগ্রহ দেখাননি।

এনবিএস/ওডে/সি

news