কোরবানীর ঈদকে ঘিরে অর্থনীতিতে কিছুটা স্বস্তি 

 বছর জুড়ে নানা সংকটের মধ্যে থাকা অর্থনীতিতে সুবাতাস লেগেছে ঈদকে সামনে রেখে। গতবারের চেয়ে এবার টাকার প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। 

কোরবানীর ঈদে সবচেয়ে বেশি অর্থ লেনদেন হয় পশু কেনা-বেচাকে ঘিরে। গত বছর কোরবানীর পশু বিক্রি হয় ৬০ হাজার কোটি টাকার, এবার লক্ষ্য ৭৫ হাজার কোটি টাকা। 

কোরবানীর আগে রেমিট্যান্স যোগ হবে ১৬-১৭ হাজার কোটি টাকা। 

পোশাক ও খাদ্যপণ্য বিক্রির আশা ১০-১২হাজার কোটি টাকার। 

চাকরিজীবীদের বেতন বোনাস আসবে ১৫-১৬ হাজার কোটি টাকা। 

চামড়ার বাজার ১০ হাজার কোটি টাকা, লবণের বাজার ১ হাজার কোটি টাকা, মসলার বাজার ৩ হাজার কোটি টাকা এবং ফ্রিজের বাজার ৪ হাজার কোটি টাকার। 

অর্থনীতিবিদরা বলছেন, ঈদকেন্দ্রিক অর্থনীতির পরিধি দিন দিন বাড়ছে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, কোরবানীকে ঘিরে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

news