এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে অব্যাহতি দিয়েছে সরকার। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।  

এনবিআর-এর নির্দেশনা অনুযায়ী, এই আদেশ গত ৯ জানুয়ারি থেকেই কার্যকর বলে গণ্য হবে। আদেশে জানানো হয়েছে, বাসাবাড়িতে রান্নার জ্বালানি, যানবাহনের জ্বালানি এবং শিল্পকারখানায় ব্যবহৃত এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে এলপি গ্যাসের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।  

গত বৃহস্পতিবার, শতাধিক পণ্যে শুল্ক-কর ও ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ জারি করা হয়। তবে এলপি গ্যাসকে তফসিলভুক্ত পণ্য থেকে বাদ দেওয়া হয়। সাধারণভাবে এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল, যা পরে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়।  

এনবিআর-এর নতুন আদেশ অনুযায়ী, এই ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তফসিলভুক্ত পণ্য বাদ দেওয়ার ফলে এলপি গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা থাকলেও, বিশেষ আদেশের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এনবিআর জানিয়েছে, জরুরি পণ্য হিসেবে এলপি গ্যাসের দাম যাতে না বাড়ে, সেজন্য স্থানীয় সরবরাহ পর্যায়ে ২ শতাংশ ভ্যাটও বাতিল করা হয়েছে।  


এই পদক্ষেপের ফলে এলপি গ্যাসের ব্যবহার আরও সহজলভ্য হবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

news