বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট এখনো কাটেনি, পাশাপাশি খোলা সয়াবিন তেলও সহজে মিলছে না। গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ২০০ থেকে ২১০ টাকায় পৌঁছেছে। তবে সোনালি মুরগির দামে কোনো পরিবর্তন নেই, যা এখনো ২৮০-৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে, বিশেষ করে শবে বরাত উপলক্ষে। গরুর মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায়, বাজারভেদে প্রতি কেজি মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছু দোকানে ১০-২০ টাকা কমেও মিলছে।
এদিকে খুচরা বাজারে আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ২৫ টাকায় পৌঁছেছে। পাইকারি বাজারে আলুর দাম দুই টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এছাড়া, দেশি আদার দাম কেজিতে ১৪০-১৫০ টাকা এবং আমদানি করা আদার দাম ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি।
শীতকালীন সবজির দামেও সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। ফুলকপি ও ব্রকলি প্রতি পিস ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা বেশি। বেগুনের কেজি এখন ৪০-৬০ টাকা, যা ১০ টাকা বেশি।
আসন্ন রমজানকে কেন্দ্র করে ডাল ও ছোলার বাজারে বড় কোনো পরিবর্তন নেই। ভালো মানের মসুর ডাল ১৩০-১৪০ টাকা এবং ছোলা ১১০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মালিবাগের মাংস বিক্রেতা এনামুল হক জানান, চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেড়েছে। তবে অনেক দোকান আগের দামে মাংস বিক্রি করছে, শুধু হাড় কমিয়ে দিলে দাম বেশি পড়ছে।


