ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু করতে সম্মত হয়েছে। গত তিন মাস ধরে এই সরবরাহ আংশিকভাবে সীমিত ছিল। তবে কোম্পানিটি কর সুবিধা ও ছাড়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয় আদানি পাওয়ার, কারণ বৈদেশিক মুদ্রার সংকটে বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব হচ্ছিল। ফলে গত ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে শীতকালীন কম চাহিদার কারণে আংশিক সরবরাহ চালু রাখে কোম্পানিটি।

সামনের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার আশঙ্কায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে রাজি হয়েছে।

তবে বিপিডিবির কর ও ছাড় সুবিধার অনুরোধ, যা কোটি কোটি ডলারের সমতুল্য, তা মানতে রাজি হয়নি আদানি পাওয়ার। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এবং আলোচনা অব্যাহত থাকবে।

বিপিডিবির একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘তারা কোনো ছাড় দিতে চায় না। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই, কিন্তু তারা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট মেনেই চলছে।’

বিপিডিবি প্রতি মাসে আদানি পাওয়ারকে বিদ্যুৎ বাবদ ৮৫ মিলিয়ন ডলার পরিশোধের চেষ্টা করছে। তবে কোম্পানির দাবি, বাংলাদেশের কাছে তাদের প্রায় ৯০০ মিলিয়ন ডলার বকেয়া রয়েছে, যদিও বিপিডিবির মতে প্রকৃত ঋণের পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলার।

news