আসন্ন রমজান মাসে রাজধানীর ২৫টি নির্ধারিত স্থানে ন্যায্য মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাশ্রয়ী মূল্যে বিক্রিত পণ্যের দাম:
ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা
পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা
প্রতি ডজন ডিম ১১৪ টাকা
গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা
যেসব স্থানে পাওয়া যাবে:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় যেসব এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সেই এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বস্তি এলাকাগুলোতেও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলো:
১) সচিবালয় (আব্দুল গণি রোড)
২) খামারবাড়ী (ফার্মগেট)
৩) ষাটফুট রোড (মিরপুর)
৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫) নয়াবাজার (পুরান ঢাকা)
৬) বনশ্রী
৭) হাজারীবাগ
৮) আরামবাগ (মতিঝিল)
৯) মোহাম্মদপুর (বাবর রোড)
১০) কালশী (মিরপুর)
১১) যাত্রাবাড়ী (মানিক নগর)
১২) শাহাজাদপুর (বাড্ডা)
১৩) কড়াইল বস্তি, বনানী
১৪) কামরাঙ্গীর চর
১৫) খিলগাঁও (রেল ক্রসিং)
১৬) নাখালপাড়া (লুকাস মোড়)
১৭) সেগুনবাগিচা (কাঁচাবাজার)
১৮) বসিলা (মোহাম্মদপুর)
১৯) উত্তরা (হাউজ বিল্ডিং)
২০) রামপুরা (বাজার)
২১) মিরপুর ১০
২২) কল্যাণপুর (ঝিলপাড়)
২৩) তেজগাঁও
২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫) কাকরাইল
বিক্রয় কার্যক্রমের পরিমাণ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন রাজধানীতে—
৬০ হাজার পিস ডিম
৬ হাজার লিটার পাস্তুরিত দুধ
২ হাজার কেজি ড্রেসড ব্রয়লার
২০০০-২৫০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে।
জেলা পর্যায়ে বিক্রয় কার্যক্রম:
রাজধানীর পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও এই কার্যক্রম পরিচালিত হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে শুরু হওয়া সুলভ মূল্যে ডিম বিক্রয় কার্যক্রম এখনও চলমান রয়েছে।
দেশের ৮টি বিভাগের ৬১টি জেলার ৩৬৪টি উপজেলায় ৩৭৭টি পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২২ লাখ ৩৩ হাজার ৮৭ পিস ডিম বিক্রি হয়েছে।
রমজানেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


