২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়। বাজেট সংক্রান্ত বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি এই প্রাক্কলন জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী অর্থবছরে চলতি মূল্যে জিডিপি ৫১৭.৭ বিলিয়ন ডলারে (৬৩ লাখ ১৫ হাজার ৯২৩ কোটি টাকা) পৌঁছাবে। এর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রাক্কলনের তুলনায় ১০ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পাওয়া সম্ভব। তবে চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলন অনুযায়ী, জিডিপির আকার হতে পারে ৪৭০ বিলিয়ন ডলার, যা পূর্বাভাসের তুলনায় ২১ বিলিয়ন ডলার কম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ছিল ৪৫০ বিলিয়ন ডলার। তবে, আগামী অর্থবছরে অর্থনীতি পুনরুজ্জীবিত হওয়ার কারণে জিডিপি নতুন মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্বব্যাংক, এডিবি, এবং আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে ২০২৪-২৫ অর্থবছরে, তবে পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।
তবে, অর্থনীতিবিদরা কিছুটা সংশয় প্রকাশ করেছেন। পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেছেন, “এটি বাস্তবসম্মত প্রক্ষেপণ, তবে বেসরকারি বিনিয়োগের ঘাটতি এবং উন্নয়ন খরচ কম থাকায় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর নিশ্চয়তা নেই।”


