বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতের সহযোগিতা চায় ঢাকা চেম্বার 

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাচ্ছে। ডিসিসিআই সভাপতি **তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধি দল ২৪-২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবে।  

রবিবার ডিসিসিআই জানায়, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে আবুধাবি চেম্বার, দুবাই চেম্বার এবং শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করবে। এছাড়া বিজনেস ম্যাচমেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে।  

বাংলাদেশি শ্রমবাজারে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে**। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশিদের ১৭ শতাংশ ইউএই-তে বিভিন্ন পেশায় নিয়োজিত। ২০২৪ অর্থবছরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।  

বাংলাদেশে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলোর জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ মালিকানার অনুমোদন, বন্ডেড গুদাম সুবিধা, কর ছাড়, কার্যকর মেধাসম্পদ সুরক্ষা এবং ডাবল ট্যাক্সেশন চুক্তি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য করে তুলেছে।  

বিশেষ করে দুবাইয়ের কৌশলগত অবস্থান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যের বিশাল হালাল পণ্যের বাজারে প্রবেশাধিকারের সুযোগ করে দিতে পারে। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত এলএনজি আমদানির সম্ভাবনাময় উৎস হতে পারে।  
প্রতিনিধিদল ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবে বলে জানা গেছে।

news