এক সিনেমার ‘ভিজ্যুয়াল ইফেক্টস’-এ ব্যয় ২০০ কোটি!

২০১৬ সালে কোরাতলা শিবা পরিচালিত ‘জনতা গ্যারেজ’ সিনেমায় অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পান ভারতের দক্ষিণী তারকা অভিনেতা জুনিয়র এনটিআর। অর্ধযুগ পর একই পরিচালকের ‘দেবারা’ সিনোময় যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। তবে চর্চায় এসেছে এ সিনেমার ‘ভিজ্যুয়াল ইফেক্টস’ (ভিএফএক্স)-এর ব্যয় নিয়ে। শোনা যায়, এ সিনেমার ‘ভিজ্যুয়াল ইফেক্টস’র কাজ করতে প্রায় ২০০ কোটি টাকা খরচ করেছেন নির্মাতা।

বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে ‘দেবারা’ সিনেমা। সিনেমাটির ভিএফএক্স-এর কাজে ব্যয় হচ্ছে ১৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রার হিসেবে দাড়ায় ১৯৮ কোটি ২৭ লাখ টাকারও বেশি। বিশাল বাজেটের ৩৩ শতাংশই ভিএফএক্সের জন্য ব্যয় করছেন নির্মাতারা। যদিও এ বিষয়টি নির্মাতা কিংবা প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়নি।

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি কাঁপিয়েছে বক্স অফিসও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news