‘বিগো’তে মৌসুমী, আল্লাহর কাছে বিচার দিলেন ওমর সানী

 শুরু থেকেই ‘বিগো লাইভ’ নামের অনলাইন অ্যাপটির ওপর নেতিবাচক ধারণা অনেকের। সম্প্রতি অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর পর সেই ধারণা আরো পোক্ত হয়েছে। শোনা গেছে, ‘বিগো লাইভ’র মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িয়েছিলেন হিমু। সেই আসক্তি তাকে আত্মহননের দিকে ঠেলে দিতে অনেকাংশে দায়ী।

এরপর সামনে আসে দেশের বিনোদন অঙ্গনের আরও অনেকেই এই অ্যাপে সক্রিয়। জনপ্রিয় নায়িকা মৌসুমীও রয়েছেন এ তালিকায়। এতে ক্ষুব্ধ তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘কবে বিগো লাইভ করেছে মৌসুমী? প্রমাণ দিতে হবে, স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’

বিষয়টি নিয়ে সানী বলেন, ‘বিগো লাইভ নিয়ে আমি ফেসবুকে বলে দিয়েছি এ ধরনের অ্যাপস মৌসুমীর কখনও ছিল না। এতে মৌসুমীর সম্মানহানি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেব না। আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। তিনিই সবচেয়ে বড় আদালত।’

এক অনুষ্ঠানে এসে ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান বিগো লাইভে মৌসুমীর অ্যাকাউন্ট আছে বলে উল্লেখ করেছিলেন। তবে সিদ্দিককে কাঠগড়ায় দাঁড় করালেন না সানী। তিনি বললেন, ‘সিদ্দিকের আহামরি কোনো দোষ নেই। তার কাছে আমি জানতে চেয়েছিলাম সে বলেছে, আমি তাকে ইঙ্গিত করে বলিনি। সে অন্য জায়গা থেকে শুনেছে। পরে জানতে পেরেছে বিগোতে মৌসুমীর কোনো অ্যাকাউন্ট নেই।’

উল্লেখ্য বিগো লাইভ নামের অ্যাপটি ঘেটে দেখা গেছে চিত্রনায়িকা মৌসুমীর নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। তবে এগুলো কে বা কারা পরিচালনা করেন তা জানা যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news