টাইগার থ্রির পর ‘বুল’ নিয়ে আসছেন সালমান খান

১২ নভেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘টাইগার ৩’। ইতোমধ্যে ব্যবসায়ীক সফলতার তকমা পেয়েছে ছবিটি। এ সিনেমার সফলতার পর পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিয়েছেন সালমান। সম্প্রতি এই ছবি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন তিনি।

সালমান জানিয়েছেন, তার আগামী ছবির নাম ‘দ্য বুল’। এছাড়া তার হাতে আরও কয়েকটি প্রকল্প রয়েছে। সালমানকে আগামী দিনে ‘দাবাং’ ছবির পরবর্তী সিক্যুয়েলে, ‘কিক’-এর সিক্যুয়েলে, আর সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’সহ আরও কিছু ছবিতে দেখা যাবে। ইতোমধ্যে ‘টাইগার ফোর’ আনারও আভাস দিয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, ‘দ্য বুল’ ছবিটি প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন। এই ছবির মাধ্যমে করণ জোহর আর সালমান দীর্ঘ ২৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন। ১৯৯৮ সালে তারা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। করণের এই ছবিতে সালমান ক্যামিও হিসেবে উপস্থিত ছিলেন। ‘দ্য বুল’ ছবিতে সালমানকে আধা সামরিক এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news