পেয়ারার সুবাস’ দিয়েই বছর শুরু জয়ার
৭ বছর আগে ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিলো নির্মাতা নুরুল আলম আতিকের ছবিটির। কিন্তু এতোদিনে এটির মুক্তির তারিখ আসেনি। তবে এর মধ্যে বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছে ছবিটি। অবশেষে গত ২৩ নভেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। নতুন বছরের শুরুতেই পেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘মুক্তির তারিখ আমরা এখনও চূড়ান্ত করিনি। তবে এটুকু বলতে চাই, এই ছবি দিয়ে আমরা বছর শুরু করবো।’ তার মন্তব্যে বোঝা যায়, আগামী জানুয়ারিতে মুক্তির আলোয় আসছে ছবিটি। প্রথমে প্রেক্ষাগৃহে, এরপর সহ-প্রযোজনায় যুক্ত ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে এই ছবিটি।
এ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। জানা গেছে, এই সিনেমার মুক্তির মাধ্যমে বছর শুরু করবেন জয়া। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ। ২০১৬ সালে শুরু হওয়া এই ছবির চিত্রায়ন শেষ হয় ২০২০ সালে। পোস্ট প্রোডাকশন শেষ হতে সময় লেগেছে আরো তিন বছর। এত বিলম্বের কারণ হিসেবে শাকিল বলেন, ‘মাঝে লম্বা সময় ধরে করোনা মহামারি ছিল। আরেকটা বিষয় হলো, সবাই জানেন যে নুরুল আলম আতিক অত্যন্ত গুণী একজন নির্মাতা। তিনি বেশ সময় নিয়ে, চিন্তাশীল কাজ করেন। তো সময় বেশি লেগেছে বটে, কিন্তু আমরা ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এখন দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে, তারা ভালো গল্পের কাজ গ্রহণ করছেন। সুতরাং আমরা আশা করছি ‘পেয়ারার সুবাস’ও দর্শক পছন্দ করবেন।’
উল্লেখ্য, দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল এটি। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


