মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা

 শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালের পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নাট্য সংগঠন ‘থিয়েটার’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল। এ পদক দু’টির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

১৯৮৯ সাল থেকে বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে থিয়েটার।
 বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ হিসেবে মনে করা হয় মুনীর চৌধুরীকে। কারাজীবনে তাঁর রচিত ‘কবর’ নাটকের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। অন্যদিকে ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের যুগ সৃষ্টিকারী প্রযোজনা ‘নবান্ন’ নাটকে শরণার্থীর ভূমিকায় অভিনয় দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেন মোহাম্মদ জাকারিয়া। ১৯৭২ সালে তিনি যোগ দেন থিয়েটার গোষ্ঠীতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news