সিনেমা হল খুলছেন সালমান খান!

তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সালমান খান। দুই বছরের টানা মন্দা কাটিয়ে ‘টাইগার ৩’ দিয়ে ফের সাফল্য পেয়েছেন তিনি। এ বার সেই আনন্দেই নতুন ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ভারতজুড়ে সিনেমা হল খুলতে চলেছেন সালমান। তবে অন্য হলের মতো নয়, এই হলগুলোর টিকেট হবে সস্তা, সঙ্গে থাকবে আরো বেশ কিছু সুবিধা।

এর আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, দেশে তিনি আরও থিয়েটার তৈরি করতে চান। বিশেষ করে ভারতের মুম্বাইয়ে নির্মাণ করবেন এসব সিনেমাহল। তিনি বলেছিলেন, দেশে ভালো একক পর্দার থিয়েটারের অভাব রয়েছে।

করোনাকালে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি সালমান। লকডাউন কাটিয়ে বর্তমানে সিনেমাহলগুলোতে ফিরছে সিনেমা। দর্শকও আসছে বেশ, পাশাপাশি মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এ অবস্থায় ফের হল নির্মাণ নিয়ে কাজ শুরু করতে চান বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সালমান বলেন, ‘আমি কিছুদিন ধরেই সিনেমাহল নিয়ে কাজ করতে চাচ্ছি। এই কাজের জন্য তো একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। যেমন জমি, নির্মাণ, অনুমতি এবং আরও অনেক কিছু। আশা করছি আগামী বছর শুরু করতে পারবো। তবে এ কাজ হবে ধীরে, স্থিরভাবে কিন্তু অবশ্যই হবে।’

সালমানের ওই সিনেমাহলের নাম হতে পারে সালমান টকিজ। যেখানে অন্যসব হলের তুলনায় টিকিটের দাম হবে বেশ কম। এই সিনেমা হলে মিলবে করমুক্ত টিকিট। বাচ্চা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে দেখানো হবে সিনেমা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সিৗ

news