অভিনেত্রী মিমি চক্রবর্তী অসুস্থ!

 দুবাই ঘুরে আসার পরই অসুস্থ হয়ে পড়েছেন সংসদ সদস্য এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে এমনই আভাস দিলেন তিনি। রোববার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি কালো পোশাকে সোফায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ভয়ংকর একটা ভাইরালের পর কিছু ভিটামিন-ডি প্রয়োজন।

 ছবিতে ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে তার চোখে-মুখে রোদ এসে পড়েছে। আর সেই সূর্যের তাপ থেকেই ভিটামিন-ডি নিচ্ছেন মিমি। এদিকে কিছুদিন আগেই দুবাই বেড়াতে গিয়েছিলেন মিমি। সঙ্গে তার মা-বাবাও ছিলেন। ওই সময় দুবাই থেকে একাধিক ছবি-ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে স্কাইডাইভও করতে দেখা গেছে এ টালি তারকাকে।

উল্লেখ্য, সম্প্রতি এ নায়িকার দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পূজার ঠিক আগ মুহূর্তে মুক্তি পেয়েছে রক্তবীজ। আবির চ্যাটার্জি, ভিক্টর বন্দোপ্যাধ্যায়, অনসূয়া মজুমদারের সঙ্গে এ ছবিতে পর্দা ভাগ করেছেন অভিনেত্রী।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news