চলচ্চিত্রের নান্দনিক পোস্টার ডিজাইনে মিশন এখন হলিউড

সিনেমাকে দর্শকদের কাছে আকর্ষণীয় করতে যা প্রথম ভূমিকা রাখে তা হচ্ছে পোস্টার। একটি পোস্টার পুরো সিনেমাকেই প্রেজেন্ট করে। যা দেখে দর্শক সিনেমা দর্শকরা আমোদিত হন। দেখতে আগ্রহ হয় সিনেমা। বর্তমানে যারা সৃষ্টিশীলতা ও শৈল্পিকতার সাথে পোস্টার তৈরির কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছেন তরুন পোস্টার তৈরির কারিগর অর্নীল হাসান রাব্বি। 

মাথা কাটা, গলা কাটা পোস্টারে অতিষ্ঠ হয়ে ২০১৭ শুরু করেন নিন্ম মানের পোস্টারের ওপর বিদ্রোহ ঘোষণা।

নান্দনিক পোস্টার তৈরির মাধ্যমে সিনেমার পোস্টারে পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন ডিজাইনার অর্নিল হাসান রাব্বী। ইতোমধ্যে সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, বাবা সামওয়ান ফলোয়িং মি, দিন দ্যা ডে, শনিবার বিকেল,যন্ত্রণা, শত্রু, ভাইয়ারে, একটি না বলা কথা, নবাব’, বস টু, ধ্যাততিরিকি, ইয়েতি অভিযান, ডেঞ্জার জোন, ইন্সপেক্টর নটি কে, দহন, প্রেম আমার ২, বেপরোয়া, নূর জাহান, নাকাব, পাষান, বসন্ত বিকেল’সহ ৫০ অধিক সিনেমার পোস্টার পাবলিসিটি ডিজাইন করেছেন তরুণ এই প্রতিভাবান। 

এসব পোস্টার দেশে ও বিদেশে বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছে তিনি। তৈরি করছেন একের পর একটা নান্দনিক পোস্টার। পোস্টার এবং একাধারে প্রোমশন নিয়ে কাজ করেছেন হলিউড, বলিউড, টলিউড এর বেশ কিছু সিনেমাতেও। সিনেমা ছাড়াও ইভেন্ট, এ্যাক্টিভেশন নিয়ে সরব থাকেন। 

রাব্বি বলেন: ছোট বেলায় রাস্তায় অশ্লীল নিন্ম মানের সিনেমার পোস্টার দেওয়ালে লাগানো থাকতো। তা দেখে  অনেক বিব্রত হয়েছি। তখন থেকেই একটা ক্ষোভের সাথে প্রত্যয় ছিলো বিদেশি পোস্টার এত ভালো রুচিসম্মত হলে বাংলাদেশেরটা কেন হবে না। এই স্বপ্ন বুকে ধারন করে কাজ শুরু করি।মাথা কাটা গলা কাটা নকল পোস্টার থেকে বাংলা সিনেমাকে মুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করে আসছি। 

তিনি জানান, আমার অনেক কাজই দেশ এবং বিভিন্ন দেশে প্রশংসা কুড়িয়েছে। নারায়ণগঞ্জের একটি ছোট সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ দেশ ও দেশের বাইরে আমার কাজ প্রসংশা কুড়াচ্ছে এজন্য আমি আমার বাবা মায়ের প্রতি চির কৃতজ্ঞ। এই কাজে আমার সাথে যারা ছিল বা আছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে। আমাকে এমন একটা প্লাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। দেশের পাশাপাশি আমার এখন মিশন হলিউড।

অর্নীল হাসান রাব্বি বর্তমানে লেজার ট্রীট এর মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার ইচ্ছে শিগগিরই নিজের এজেন্সি তৈরি করে কাজ করা। যার নাম হবে অর্নীল ক্রিয়েশনস।

news