যেসব হলে চলবে ‘অ্যানিমেল’
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। প্রথমদিনে প্রদর্শিত হবে মাল্টিপ্লেক্সগুলোতে। এরপর শুক্রবার মুক্তি পাবে সিঙ্গেল স্ক্রিনেও।
তবে বুধবার থেকেই সবগুলো মাল্টিপ্লেক্সের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বিষয়টি জানিয়েছেন পরিবেশক অনন্য মামুন। এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন, দেশের ৪৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।


