অ, আ শিখছেন শাকিব খানের নায়িকা

প্রথমবারের মতো ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কোনো মার্কিন অভিনেত্রী। তার নাম কোর্টনি কফি। ‘রাজকুমার’ সিনেমায় দেখা যাবে তাকে।

এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ৯ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসছেন কোর্টনি কফি। বিষয়টি জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, কোর্টনি কফির এটি প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র। শুটিংয়ের জন্য তার প্রস্তুতির শেষ নেই। শিখছেন বাংলা ভাষাও। বাংলা শেখার বিষয়টি নিজের ফেসবুক পেজের মাধ্যমেও জানিয়েছেন তিনি।

কোর্টনি বাংলা ভাষা শেখার চেষ্টা সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন ফেসবুকে। দেখানে দেখা যায়, তার বাসার দেয়ালে একটি বোর্ড টাঙানো রয়েছে। যেখানে বাংলা বর্ণমালা অ-আ লেখা রয়েছে। কয়েক মাস ধরেই তিনি বাংলা বর্ণমালা শিখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। অই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শিখছি’। 

পরিচালক হিমেলের ভাষ্য, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।

২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপরের বছরের মার্চের শেষের দিকে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয় কোর্টনি কফিকে। একইসঙ্গে উন্মোচিত হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

news