তবে কি ভেঙ্গে যাচ্ছে ঐশ্বরিয়া-অভিষেকের সংসার?

ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের প্রায় ১৬ বছরের দাম্পত্যে হঠাৎ চিড় ধরেছে। বিয়ের পর থেকেই যে কোনো অনুষ্ঠানে সব সময় জোড়া দেখা গেছে তাদের। কিন্তু গত কয়েক মাসে যেন বদলে গেছে বচ্চন পরিবারের অন্দরের চিত্র। যেন চেনা সমীকরণ বদলে যাচ্ছে দিন দিন। মাস খানেক ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাটছেন অভিষেক-ঐশ্বরিয়া। 

বেশকিছুদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে হাজির হতে দেখা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে অভিষেককে দেখা যায়নি। আবার অভিষেক বা বচ্চন পরিবারের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না রাইকে। এদিকে, ইনস্টাগ্রাম থেকে পূত্রবধুকে অমিতাভ বচ্চনের আনফলো করা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। 

এর মাঝে অবশ্য ভাগ্নে অগস্ত্য নন্দর প্রথম ছবি ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। কিন্তু সেখানেই মিলল বড় ইঙ্গিত, বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন প্রাক্তন বিশ্ব সুন্দরী! ২০০৭ সালে বিগ বি-পুত্র অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তার পর থেকে অনামিকায় অভিষেকের দেওয়া হীরের আংটি ছিল তার সঙ্গী। সূত্র: আনন্দবাজার

কিন্তু এ বার দ্য আর্চিজ এর প্রিমিয়ারের অনুষ্ঠানে অভিনেত্রীর আঙুলে দেখা যায়নি সেই আংটি। বিয়ের পর থেকে কখনও যে আংটি খোলেননি তিনি, এমনকি শুটিং থাকলেও আংটির অবস্থান বদল হয়নি। কিন্তু হঠাৎ কী আংটি খুলে ফেললেন কেন?

এদিকে সম্প্রতি বিয়ের আংটি খুলে ফেলেন অভিষেকও। মুম্বাইতে একটি অনুষ্ঠানে জুনিয়র বচ্চনের আঙুলে দেখা মেলেনি বিয়ের স্মৃতির। এ বার কি তা হলে স্বামীর দেখানো পথেই হাঁটলেন ঐশ্বরিয়া? তাদের সম্পর্কে কি সত্যি চিড় ধরেছে! সত্যি কি আর বচ্চন বৌ হয়ে থাকতে চাইছেন না প্রাক্তন বিশ্ব সুন্দরী? এসব প্রশ্ন নেটমাধ্যম ও গণমাধ্যমে দেখা গেলেও উত্তর পাওয়া যায়নি এখনো। 

news