ফের সম্পর্কে জড়িয়েছেন সেলেনা, বিয়ের গুঞ্জন!

মার্কিন গায়িকা সেলেনা গোমেজের জীবনে প্রেম-সম্পর্ক নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার প্রেমে পড়েছেন, জড়িয়েছেন সম্পর্কেও। তবে জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্কের কথা ছিলো সবচেয়ে আলোচিত। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিবার বিয়ে করেন হেইলি ব্যাল্ডউইনকে। কিন্তু সেলেনা ছিলেন একা। 

এবার প্রেমে পড়েছেন সেলেনা। বেশ অনেকদিন ধরেই তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার গায়িকা জানালেন সত্যতা।  তিনি জানিয়েছেন, মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর সঙ্গে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই সম্পর্ককে ‘জীবনের সেরা ঘটনা’ হিসেবেও মনে করেন গায়িকা।

‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে সেলেনা ও ব্লাঙ্কোর প্রেম গুঞ্জন নিয়ে পোস্ট করা হয়। ওই পোস্টে ‘ফ্যাক্টস’ লিখে মন্তব্য করেন গায়িকা নিজেই। এছাড়া এক ভক্তের মন্তব্যের জবাবে সেলেনা লেখেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু। এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এই পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’

তিনি পরোক্ষভাবে পুরনো প্রেমিকের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’

সেলেনা শুধু প্রেমের সত্যতা প্রকাশই নয় উসকে দিলেন বিয়ের গুঞ্জনও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, তার হাতের অনামিকা আঙুলে ‘বি’ লেখা একটি আংটি। এতেই নেটিজেনরা মনে করছেন, এই ‘বি’ এসেছে বেনি ব্লাঙ্কোর নাম থেকে। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন?

news