আলিয়া নয়, আমি আমার প্রথম স্ত্রীকে দেখিনি: রণবীর

 সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর জানান, আলিয় ভাট তার প্রথম স্ত্রী নন। কিন্তু এর আগে তার বিয়ের কোনো খবর শোনেনি কেউই। এদিকে তার এমন বিষ্ফোরক তথ্যে অবাক সবাই।

রণবীর বলেন, একবার একটি মেয়ে আমার বাড়িতে এসেছিলেন। সে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে চলে যান। তিনি পুরোহিত ডেকে, দরজায় তিলক লাগিয়ে বিয়ে করেন। আমি তখন বাড়িতে ছিলাম না। পরে বিষয়টি শুনে অবাক হই। তাই আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি।

সাক্ষাৎকারে রণবীর আরও জানান, ইনস্টাগ্রামে ভিন্ন নামে তার অ্যাকাউন্ট আছে। সেখানে কিছুই পোস্ট করেন না তিনি। তার কোনো ফলোয়ারও নেই সেখানে। তবে সব দেখার জন্য অ্যাকাউন্টটি রেখেছেন। প্রয়োজন মনে হলে সেটিকে প্রকাশ্যে আনবেন।

রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথম দিন। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই চলচ্চিত্রে রণবীর ছাড়াও আছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি প্রমুখ। আগামীতে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে। সেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন রণবীর সিং। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news