আদালত’র জন্য হলিউডের অফার প্রত্যাখ্যান করেন রনিত

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘আদালত’র কথা বললেই কে ডি পাঠকের ছবি ভেসে ওঠে। ওই চরিত্রকে জীবন্ত করে তোলার কারিগর রনিত রায়। জনপ্রিয় এই অভিনেতা একবার বলেছিলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার জন্য হলিউডের সফল ক্যারিয়ার হাতছাড়া করেছিলেন তিনি। 

এবার আরও চাঞ্চল্যকর খবর সামনে আনলেন রনিত। তিনি বলেন, জনপ্রিয় সিরিজ ‘আদালত’ এ অভিনয় করতে গিয়ে আমেরিকান থ্রিলার ‘হোমল্যান্ড’ এ কাজ করতে পারেননি তিনি। সম্প্রতি নতুন এক সাক্ষাৎকারে এ কথা বলেন রনিত। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

লেহরান রেট্রোকে দেওয়া ওই সাক্ষাৎকারে রনিত আশা প্রকাশ করেন, একদিন তিনি ‘অস্কার’ জিতবেন। তিনি বলেন, আমি ‘জিরো ডার্ক থার্টি’ ছাড়াও ‘হোমল্যান্ড’ এ অভিনয় করার সুযোগ হাতছাড়া করি। যখন হোমল্যান্ড’র প্রস্তাব পাই তখন আমি সনি টিভিতে আদালত’র শুটিং করছিলাম।

কিন্তু সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলকে ঝুলিয়ে রাখতে চাননি রনিত, তাই হোমল্যান্ড’র প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পাঁচ বছর ধরে তিনি আদালত’ এ কে ডি পাঠক চরিত্রে অভিনয় করেন।

রনিত বলেন, আমি হোমল্যান্ড এবং অন্য বিষয়ের ব্যাপারে অবগত ছিলাম কিন্তু আমার করা চরিত্রগুলোর মধ্যে কে ডি পাঠক সবচেয়ে জনপ্রিয় একটি চরিত্র ছিল। মানুষ এখনও তাকে ভালোবাসে। এটা আমার শো ছিল। আমি আমার শো ছাড়তে চাইনি। তখন আমি সনির কাছে গিয়ে বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি না।

জনপ্রিয় এই অভিনেতা বলেন, আমার হাতে সময় থাকলে আমি খুশি মনেই হোমল্যান্ড’র প্রস্তাব গ্রহণ করতাম। কিন্তু তারা আমাকে পাঁচ মাসের জন্য চাইছিল। ওই অফার গ্রহণ করলে আদালত বন্ধ হয়ে যেত। একটি শো, যার মাধ্যমে ১৫০ পরিবার চলছিল (আমার সিদ্ধান্তে) সেই ১৫০ পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে যেত। হোমল্যান্ড’র জন্য আপনি এটা করতে পারেন না।

তবে দুই বার সুযোগ হাতছাড়া হওয়ার পরও ভারতের টেলিভিশন জগতে নিজের নাম-ডাক ঠিকই হয়েছে রনিতের। ‘কাসুটি জিন্দেগি ক্যায়’ তার অভিনীত জনপ্রিয় টিভি ধারাবাহিক। রনিত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমি একদিন ঠিকই হলিউডে অভিনয় করব। সেটা আগে বা পরে ঘটবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news