‘জাস্ট ফ্রেন্ড’কেই বিয়ে করছেন দর্শনা

শুক্রবার (১৫ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক। যিনি শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

গত বছরের শুরুর দিকে কলকাতার সিনেমা পাড়ায় জোর গুঞ্জন ওঠে সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দর্শনা। তবে এসব কথা রটলেও সৌরভ আর দর্শনা সেসময় বলেছিলেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ডস!’ 

অবশেষে সব জল্পনার ইতি টেনে এবার সৌরভ-দর্শনার প্রেমের গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বসবে তাদের বিয়ের আসর। 

এর আগে বুধবার হয়েছে তাদের আশীর্বাদ পর্ব। আশীর্বাদে গোলাপি বেনারসিতে সেজেছিলেন দর্শনা। এদিন সপরিবারে দেখা গেছে বর সৌরভকে। তার বোন অরুণিনা ফেসবুকে পোস্ট করেছেন প্রাক-বিয়ের কিছু মুহূর্ত।

জানা গেছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের জন্য সিঁদুরে লাল রঙের বেনারসি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন দর্শনা। পুরোনো দিনে সোনা-রুপার জরি দিয়ে বোনানো শাড়ির আদলে করা হয়েছে এর নকশা। সূত্র: কলকাতা টিভি

উল্লেখ্য, ‘গোলমালে গোল’র সেট থেকেই সৌরভ-দর্শনার বন্ধুত্বের শুরু, এরপর প্রেম থেকে বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news