বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শিল্পী সমিতির শ্রদ্ধা 

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই তারকাদের পদচানায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে নানা আয়োজনে শুরু হয় বিজয় উৎসব।

এদিন পরিচালক সমিতির কার্যালয়ের সামনে দেখা যায়, সদস্যরা শুভেচ্ছা জানাচ্ছেন আগত অতিথিদের। লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব অপূর্ব রানা জানান, সকালে পায়রা উড়িয়ে বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি শুরু করেছেন তারা।

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিরও আয়োজন করা হয়। পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘এরকম আয়োজন খুব ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

এদিকে শিল্পী সমিতির পক্ষ থেকে ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতার বীর শহীদদের প্রতি। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, অঞ্জনা, পলি, নাসরিন, কাজি হায়াৎ, ফেরদৌস, রিয়াজ প্রমুখ।

এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি বহিরাগত লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এফডিসিজুড়ে ভিড় ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে আসা অতিথিদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news