যমজ সন্তানের মা হলেন রুবিনা
হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তার এক্সে (টুইটার) পোস্ট করে এ খবর জানিয়েছেন।
চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার খবর দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী রুবিনা দিলায়েক। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সামাজিকমাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন রুবিনা। সেই সাহসী ফটোশুট নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়।
এবার যমজ সন্তানের মা হওয়ার খবর শোনা গেল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বার্তা দেননি মা-বাবা, রুবিনা-অভিনবর কেউই।
রুবিনার জিম ট্রেনার এক্স (টুইটার) হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানানোর সময়েই যমজ কন্যাসন্তানের মেয়ের কথা উল্লেখ করেন। যদিও পরে সেই টুইট মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে সেই খবর ভাইরাল হয়ে যায়। কখন রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা। ‘ছোটি বহু’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে বেশ পরিচিত তিনি। পাশাপাশি ‘বিগ বস ১৪’র বিজয়িনীও রুবিনা। স্বামী অভিনব শুক্লাও পরিচিত মুখ। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হিসিন্দি টিভির এই দুই তারকা। এরপর একসঙ্গে ‘বিগ বস’-এ অংশ নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/


