নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিক বিয়ে ও বিচ্ছেদে আলোচনায় থাকা এই অভিনেত্রী আবার না কী সম্পর্কে জড়িয়েছেন। 

জানা গেছে, শ্রাবন্তীর নতুন প্রেমিক হচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তার নির্মিতব্য ছবি ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদনজগতে গুঞ্জন শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর শুভ্রজিৎ মিত্রর প্রেমের সম্পর্কের। খুব শিগগির নাকি তারা নিজেদের সম্পর্ককে সামনে আনবেন। 

শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে। এ উৎসবে দুজন একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। এর পরই জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ।

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষাণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তারা। বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একা থাকেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news