নির্বাচনের পর আন্দোলনে নামবেন ডিপজল
সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেশের হলে মুক্তি পেয়েছে। শাহরুখ খানের ‘পঠান’ ও ‘জওয়ান’ দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসাও করেছে। বর্তমানে এই অভিনেতার ‘ডানকি’ মুক্তিরও প্রস্তুতি চলছে। বরাবরই দেশের হলে বিদেশি সিনেমা মুক্তির বিরুদ্ধে ছিলেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
এই অভিনেতা বর্তমানে শারিরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তাই চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তিনি। ডিপজল জানিয়েছেন, তার এ আন্দোলন বলিউডসহ সকল বিদেশি সিনেমার বিরুদ্ধে। দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি মেনে নিতে রাজি নন তিনি। এমনটি চলতে থাকলে দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। ’
ডিপজল আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢাকার ছবিতে পা রাখেন ডিপজল। দীর্ঘ সময় খল চরিত্রে প্রভাব বিস্তার করেছেন তিনি। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাবিলদার’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘জিম্মি’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘আক্রোশ’, ‘অমানুষ হলো মানুষ’ ইত্যাদি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


