আরিয়ানের বুকিং-এ পরীমণি
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ। এরমধ্যে ‘বুকিং’ নামের একটি গল্প নির্মাণ করছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তার এই ওয়েব ছবিতে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণিকে। এই নায়িকা জুটি বাধবেন অভিনেতা এ বি এম সুমনের সঙ্গে।
এ প্রসঙ্গে ‘বঙ্গ’র প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান আমাদের সময় ডট কমকে বলেন, ‘আগামী সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে। আমরা ভালোবাসা দিবস উপলক্ষে লাভ স্টোরিজ নামে কয়েকটি অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছি, সেগুলোর একটি ‘বুকিং’।’
এ বি এম সুমন বলেন, ‘চমৎকার একটা প্রেমের গল্প। পরীর সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আরিয়ানও আমার প্রিয় নির্মাতাদের একজন। আশা করছি প্রডাকশনটি সবার ভালো লাগবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


