একই দিনে দেশের হলে মুক্তি পেল না ডানকি, শাহরুখভক্তদের ক্ষোভ

বৃহস্পতিবার ভারতের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিলো বলিউড অভিনেতা শাহরুখ খানের ছবি 'ডানকি'। তেমনটা জানিয়েছিলেন পরিবেশক প্রতিষ্ঠান একশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন। কিন্তু শেষ পর্যন্ত এইদিনে মুক্তি মেলেনি ছবিটির। 

সরেজমিনে দেখা গেছে, বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে এদিন বিকেল থেকেই ডানকি দেখার অপেক্ষায় ছিলেন শাহরুখভক্তরা। এসআরকে ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে কেক কেটে মুক্তির উদযাপনও করেন তারা। কিন্তু রাত ৯টার দিকে ঘোষণা আসে যে এদিন মুক্তি পাচ্ছেনা ছবিটি। এতে শাহরুখ প্রেমীরা ক্ষোভ প্রকাশ করেন।

এক শাহরুখভক্ত আমাদের নতুন সময়কে বলেন, ‘কর্তৃপক্ষের মিস ম্যানেজমেন্টের কারণে আজকে আমরা হয়রানি হলাম। যদি আগে থেকে বলে দেয়া হতো যে, আজ ডানকি মুক্তি পাবেনা তাহলে আমরা আজ আসতাম না। ঘোষণা দিয়েও আজ কেন মুক্তি পেলোনা? কেন আমাদের হয়রানি করা হলো?'

এদিকে জানা গেছে, ডানকি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। আর সে কারণেই প্রেক্ষাগৃহে প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে অনন্য মামুন জানিয়েছেন, শুক্রবার মুক্তি পাবে ছবিটি। এদিন রাত সাড়ে আটটার দিকে তিনি বলেন, ‘আমি অনেক চাপে আছি। এখনো সেন্সর বোর্ডে আছি। আমার পেছনে অনেকে ষড়যন্ত্র করছে। কিন্তু আমি হেরে যাবার লোক নই। কাল (শুক্রবার) একশ পার্সেন্ট শিওর মুক্তি পাবে।'সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news