আসাম যাচ্ছেন শাকিব-বুবলী
গত ২১ ডিসেম্বর জানা যায় ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান আসাম যাচ্ছেন। ২৮ ও ২৯ ডিসেম্বর ভারতের রাজ্যটির পশ্চিম খাগড়াবাড়ি ও পশ্চিম গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করার কথা রয়েছে তাদের।
এবার জানা গেল, ২৮ ডিসেম্বর শুধু শাকিব খান নন, সেদিন আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় এনএইচ এন্টারটেইনমেন্টের আয়োজনে একটি শোতে অংশ নেবেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তার সঙ্গে আরও থাকবেন অভিনেতা নিরব হোসেন।
নিরব আমাদের সময় ডট কমকে বলেন, ‘প্রথমবার আমি ও বুবলী আসাম যাচ্ছি। সেখানকার মানুষ আমাদের খুব পছন্দ করে। এবারই প্রথম তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হচ্ছে। আশা করছি দারুণ অভিজ্ঞতা হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


