সালমান খানের জন্মদিন উপলক্ষে ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় ও আইফোন জেতার অফার
আজ বুধবার বলিউডের ভাইজান খ্যাত আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা সালমান খানের জন্মদিন উপলক্ষে বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ ফ্ল্যাট ৬০% ছাড় এবং একটি আইফোন ১৫ জেতার সুযোগ করে দেওয়ার অফার ঘোষণা করেছে।
বিয়িং হিউম্যান ক্লোথিং বাংলাদেশ তার তিনটি আউটলেটে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমস্ত পণ্যের উপর ৬০% ফ্ল্যাট ডিসকাউন্ট অফার চলবে বলে জানায় । ২৭ ডিসেম্বর সুপারস্টার সালমান খানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই ডিসকাউন্ট দেওয়া হয়। বিয়িং হিউম্যান ক্লোদিং-এর গ্রাহকরাও এই বছর একটি আইফোন ১৫ রিটার্ন গিফট পাওয়ার সুযোগ পাবেন।
ব্র্যান্ডটি ৫০০+ এর বেশি খুচরা টাচ-পয়েন্টে উন্নীত হয়েছে এবং নৈমিত্তিক পোশাকের অন্যতম ব্র্যান্ড হয়ে উঠতে ক্রমাগত নিজেকে নতুনভাবে উদ্ভাবন করেছে। ব্র্যান্ডটি একটি রোডম্যাপের সাথে দ্রুত গতিতে বিকশিত হচ্ছে যা সারা বিশ্বের গ্লোবাল ব্র্যান্ড এর সাথে প্রতিযোগিতা করছে।
একটি গ্লোবাল ব্র্যান্ড হওয়ার এই চিন্তাকে সামনে রেখে, ‘বিয়িং হিউম্যান ক্লোদিং ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে বাংলাদেশে তিনটি আউটলেট রয়েছে। বিয়িং হিউম্যান ক্লোথিং আউটলেট ঢাকা ও চট্টগ্রামে জুড়ে অবস্থিত।এই আউটলেট ৩টি হচ্ছে ঢাকার বনানী, ধানমন্ডি ও চট্রগ্রাম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


